Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০১৬

চট্টগ্রামে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2016-08-11

চট্টগ্রামে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের মুসলিম হল সংলগ্ন থিয়েটার স্টুডিওতে ১০-১১ আগস্ট,২০১৬ দুই দিন ব্যাপি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।এই কর্মশালায় ৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও আয়োজক মিলিয়ে প্রায় ৯০ জন কর্মশালায় উপস্থিত ছিলেন। বিজ্ঞান জাদুঘরের কিউরেটর প্রকৌশলী সুকল্যাণ বাছাড় ২ দিন ব্যাপি এই কর্মশালার একাডেমিক পরিচালক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। এ ছাড়াও অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের সাবেক পরিালক অধ্যাপক আবুল মনসুর চৌধুরীএবং পিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুদীপ্ত দেব। টেলিস্কোপের ব্যবহার ও এর কলাকৌশল সম্পর্কে বলেন বিজ্ঞান জাদুঘরের সহকারী কিউরেটর জনাব মাসুদুর রহমান। বোস বিজ্ঞান চর্চা কেন্দ্র ও স্কাই ওয়াচার্স ক্লাব চট্টগ্রাম এই অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে সহযোগিতা করে।